১৯১৯ইং সালে বঙ্গিয় পল্লিয় সায়িত্ব শাসন আমলে চৌকিদারী পঞ্চায়েত বিলুপ্ত করে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন বোর্ড গঠন করা হয় । গোলাপগঞ্জ ইউনিয়ন বোর্ডের নামকরন করা হয় গোলাপগঞ্জ ইউনিয়ন বোর্ড । মৌলিক গনতন্ত্র আদেশ ১৯৬০ইং সনের অধিনে গোলাপগঞ্জ ইউনিয়ন বোর্ডে নামকরন করা হয় গোলাপগঞ্জ ইউনিয়ন কাউনন্সিল । বাংলাদেশের স্বাধীনতা উত্তর কালে রাষ্ট্রপতির আদেশ নং-০৭, ১৯৭২ বলে ইউনিয়ন কাউনন্সিল বাতিল করা হয । ইউনিয়ন কাউনন্সিলের নামকরন করা হয় ইউনিয়ন পঞ্চায়ত এবং একজন প্রসাশক নিয়োগ করা হয় । রাষ্ট্রাপতি আদেশ নং- ২২, ১৯৭৩ অনুযায়ী গোলাপগঞ্জ ইউনিয়ন পঞ্চায়েত এর নাম পরির্বতন করে এর নাম গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ । তৎকালীন সময়ে গোলাপগঞ্জ ইউনিয়নের পূর্ব দিকে বিয়ানীবাজার উপজেলা, পশ্চিমে- ফুলবাড়ী ইউনিয়ন, দক্ষিণে- ঢাকা দক্ষিণ ও লক্ষিপাশা ইউনিয়ন, উত্তরে- সুরমা নদী অবস্থিত ছিল । ২০০১ইং সনে গোলাপগঞ্জ ইউনিয়নের অধিকাংশ এলাকা নিয়ে গোলাপগঞ্জ পৌরষভা গঠিত হয় । অবশিষ্ট এলাকা গোলাপগঞ্জ ইউনিয়নের আওতাধীন রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস